Associate Member (সহযোগী সদস্য)

সহযোগী সদস্য (Associate Member) বলিতে এমন উদ্যোক্তাকে বুঝাইবে যাহারা সরকারের শিল্পনীতি অনুযায়ী শিল্প স্থাাপন করিবেন। যদি কোন সহযোগী সদস্য অত্র সমিতির সধারণ সদস্যপদ লাভ করিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে সমিতির সভাপতি বরাবর আবেদন করিতে হইবে সভাপতি পরিচালনা পর্ষদের সম্মতি সাপেক্ষে তা অনুমোদন করিতে পারিবেন।